Skip to content

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের আগেই সেরে নিন ত্বকের চর্চা

এক স্তর মেকাপের পরও মুখে কালো দাগ, ব্রণের দাগ, অমসৃণ ত্বক ভেসে থাকে তবে দেখতে সুন্দরের বদলে দৃষ্টিকটূই লাগে। তাই ঈদের আগেই এসব সমস্যা সমাধানে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে সেরে নিন ত্বকের চর্চা বা যত্ন। আর যেহেতু করোনার প্রভাব বাজে রকম তাই  এ চর্চা করতে পারেন ঘরোয়া ভাবেই। চলুন তবে জেনে নি কিভাবে করবেন ত্বকের চর্চা। 

ত্বকের দাগ দূর করতে হলুদের সাথে টক দই  মিশিয়ে কয়েকদিন ব্যবহার করলেই মুখের সকল দাগ হারিয়ে যাবে ত্বকের গভীরে। 

 

ঈদের আগেই সেরে নিন ত্বকের চর্চা

চোখের নিচের কালো দাগ দূর করতে আলু ও শসার রস ব্যবহার করতে পারেন। 

 

ঈদের আগেই সেরে নিন ত্বকের চর্চা

মধু প্রাকৃতিক হিউমেকটেন্ট সমৃদ্ধ হয় যা ত্নক পরিষ্কার, আদ্র রাখা ও দাগ ছোপ দূর করতে কাজ করে অতুলনীয় ভাবে। আর মধুতো কমবেশি সকলের বাসায়ই থাকে। তাই মধুর সাথে একটু চিনি মিশিয়ে স্ক্রাব করে নিতে পারেন। 

 

ঈদের আগেই সেরে নিন ত্বকের চর্চা

ঈদের আগেই সেরে নিন ত্বকের যত্ন, আর এই ঈদে হয়ে উঠুন নিখুঁত সৌন্দর্যের অধিকারী।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ