Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাসুদ রানা’র রুপার চরিত্রে মিস আয়ারল্যান্ড প্রিয়তী! 

বাংলাদেশের জনপ্রিয় সুপার-হিরো চরিত্র মাসুদ রানাকে তুলে ধরা হবে সিনেমার পর্দায়। এ সিনেমার নাম চরিত্রে অভিনয় করার জন্য  'মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?' রিয়্যালিটি শো-এর চ্যাম্পিয়নের বিজয়ী রাসেল রানাকে আগেই চূড়ান্ত করা হয়েছে।

 

মাসুদ রানা’র রুপার চরিত্রে মিস আয়ারল্যান্ড প্রিয়তী! 

 

এবার গল্পের অন্যতম আরেকটি চরিত্র রূপা চরিত্রটির জন্য চূড়ান্ত করা হয়েছে 'মিস আয়ারল্যান্ড' খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তী।

 

মাসুদ রানা’র রুপার চরিত্রে মিস আয়ারল্যান্ড প্রিয়তী! 

বাংলাদেশি বংশোদ্ভূত এই  মডেল ও অভিনেত্রী এ পর্যন্ত তিনটি আইরিশ ছবিতে অভিনয় করেছেন। তবে বাংলাদেশী কোন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রথমবারের মতো। এ বিষয়ে  তার ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাস থেকে জানা যায়,  কিছুদিন আগে ‘মাসুদ রানা’ ছবির রূপা চরিত্রে অভিনয় করার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর হয়ে গেছে। এখন শুধু প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সময় অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়ার বাকি। 

 

মাসুদ রানা’র রুপার চরিত্রে মিস আয়ারল্যান্ড প্রিয়তী! 

তিনি আরো জানান, দেশে অনেক কাজ করার কথা চলছে। অনেকেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দেশের মানুষের কাজ করার আচরণ-ভঙ্গিমা পাল্টাচ্ছে, কাজ করার পরিকল্পনা বিস্তর ভাবে প্রসারিত হচ্ছে। দেশ থেকে এত দূরে থাকা সত্ত্বেও  তাকে মনে রেখে একসঙ্গে কাজ করতে চাওয়ায়  সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

 

মাসুদ রানা’র রুপার চরিত্রে মিস আয়ারল্যান্ড প্রিয়তী! 

 

এছাড়াও ছবির পরিচালক সৈকত নাসির বলেন, এ ছবির কাজ শুরু হবে আগামী মে মাসের দিকে। ছবিতে প্রিয়তী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।

 

মাসুদ রানা’র রুপার চরিত্রে মিস আয়ারল্যান্ড প্রিয়তী! 

উল্লেখ্য,  জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মাসুদ রানা’ নিয়ে আগেই নির্মাতা জানিয়েছিলেন, মাসুদ রানা জেমস বন্ড নয়। তার টিউন বা কপিও না। মাসুদ রানার একটা নিজস্বতা থাকবে। পরিচালকের দৃষ্টিতে তার নিজস্ব একটা পরিচয় তৈরি হবে। এ ছবিতে রাসেল রানা, প্রিয়তি ছাড়াও অভিনয় করবেন তাসকিন রহমান। এ ছবিতে সোহানা নামে নারী চরিত্রও থাকছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ