জীবন্মৃত
কিঞ্চিৎ পরিসরে
বেঁচে আছি জীবন্মৃতের সন্ধিক্ষণে
আপন জীবনটা নেই আর নিজের ভেতর
মাঝে মধ্যে কল্পনাদের দূরাভিসন্ধি।
মৃতপ্রায় কামনারা উঁকিঝুঁকি দেয়
ফিরে যায় বিফল মনোরথে
অস্পষ্ট স্বপ্নের বিফল আনাগোনা
সীমাহীন কষ্ট বোঝায় সাজানো সুখ তরী।
বিভিষিকাময় নির্জীব নিকষ অমাবস্যায় নিমজ্জিত
আকুন্ঠ বেদনায় ডুবে আছে প্রাতঃ মধ্যাহ্ন আর সায়াহ্ন
বিশ্ব বহ্মান্ড ব্যস্ত শেষকৃত্যের আড়ম্বরে
শুষ্ক মরুময় অনাগত ভবিষ্যতের হাতছানি।
ছন্দের মাধুর্যতা বিলীণ জীবন হতে
অবারিত ব্যথায় দগ্ধ ক্ষত বিক্ষত হৃদয় আঙিনা
ভেসে যায় সাধের সাজানো এ জীবন
জীবন্মৃের অকাল অভাবনীয় মধ্যস্থতায়।
(কনক কুমার প্রামানিক)