নারীদের তৈরি ইয়েমেনে প্রথম সোলার মাইক্রোগ্রিড!
ইয়েমেনে প্রথমবারে উৎপাদিত হল সোলার মাইক্রোগ্রিড। এই সোলার মাইক্রোগ্রিডটি দেশটির প্রথম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।যার পুরো অবদান ১০ জন নারীর।
ইয়েমেনের আবস জেলায় ১০ জন নারীর একটি দল পুরো কাজটি করেছেন। বর্তমানে যার পুরো পরিচালনার দায়িত্বেও রয়েছেন তারা।
২০১৯ সালে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি এর সহযোগিতায় এই প্রকল্পটি শুরু হয়। এখন নিজেদের ব্যবসা হিসেবে প্রকল্পটি চালিয়ে নিচ্ছে ওই নারীরা।
এছাড়াও তারা যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকার একটি সম্প্রদায়কে সুলভ মূল্যে নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ করছেন। তাই সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়চ্ছেন এই নারীরা।