Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বউয়ের বেশে তানজিন তিশা

এবার কুমিল্লায়  অনুষ্ঠিত হয়ে গেলো বিয়ের বউ সাজ নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০ সিজন  ফাইভ  স্পন্সরর্ড বাই মাসুদ খান মেকওভার জোন, পাওয়ার্ড বাই কুইন্স মেকওভার । রাবিবার কুমিল্লার লাঞ্চেওন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এমবি অ্যাসোসিয়েটস এর আয়োজনে মাসুদ খানের মেকওভারে পঞ্চম সিজনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার  এর বউ সাজা,  আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জাগ্রত মানবতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা ।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই পরে ২৫ জন ব্রাইড এবং ২৫ জন মেক আপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিচালনা করেন এমবি অ্যাসোসিয়েটস এর কর্ণাধার বাবুল আক্তার  ব্রাইড হিসেবে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তানজিন তিশা বলেন “প্রথমেই এমবি অ্যাসোসিয়েটস কে সাধুবাদ জানাই যে তারা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, ব্রাইডাল সাজ কে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এমন আয়োজনের অংশ হতে পেরে ভীষণ গর্বিত বোধ করছি  । পরের সিজন গুলোর জন্য শুভকামনা রইলো।"

আয়োজক পক্ষ থেকে মাসুদ খান এবং বাবুল আক্তার বলেন “সিজন ওয়ান, টু, থ্রি ফোর, বেশ সাফল্যের সাথেই সম্পন্ন হয়েছে, সকলের বেশ সাড়া পেয়েছি। এরপরের সিজন গুলো ধারাবাহিকভাবে চলবে, আগামী মাসে কক্সবাজারে সিজন সিক্স আয়োজন করার পরিকল্পনা রয়েছে, তাতেও থাকছে বিশেষ আকর্ষণ” 

আগ্রহীগণ

 https://www.facebook.com/MBBridalFest/

এই পেজ এ যুক্ত হয়ে পরের সিজন গুলোর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে ।

পার্টনার হিসেবে ড্রেস পার্টনারে ছিলো আনজারা, ওয়্যারড্রোব পার্টনার আরময়, জুয়েলারি পার্টনার হিসেবে ছিলো সিলভার হাউজ, ইভেন্ট পার্টনার শাদীকাব্য, কমিউনিকেশন অ্যান্ড পিআর এ “বি পজেটিভ কমিউনিকেশন” ফটোগ্রাফি পার্টনার মেমরি বাস্কেট, টেলিভিশন পার্টনার “নিউজটুয়েন্টিফোর”, রেডিও পার্টনার  “রেডিও টুডে” পত্রিকা পার্টনার “বাংলাদেশ প্রতিদিন” অনলাইন পার্টনার “বাংলানিউজটুয়েন্টিফোরডটকম”, ম্যাগাজিন পার্টনার “অনন্যা”, এবং বিনোদন পোর্টাল পার্টনার হিসেবে ছিলো ”স্পন্দনডটকমডটবিডি”,

ছবি : হৃদয় তানভীর

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ