Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শীতের পোশাকে তারুণ্যের কাছে জনপ্রিয় ফিওনা

লাইফস্টাইল ফ্যাশন ব্রান্ড FIONA শীতকালীন জ্যাকেট এনেছে তাদের ব্রান্ডশপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিওনার জ্যাকেটগুলো নিয়ে ঢাকাজুড়েও হচ্ছে ভীষণ আলোচনা।

বসুন্ধরা সিটি এবং পুলিশ প্লাজায় অবস্থিত ফিওনার আলাদা দুটি শপ ঘুড়ে দেখা গেলো তরুণ-তরুণীদের সমাগম। বসুন্ধরা সিটিতে ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া সামির জানালেন," আমরা এখনকার ইয়ুথরা আগের বড় বড় ফ্যাশন ব্রান্ডের চেয়ে বেশী দেখি কোনটাতে আমাকে মানাচ্ছে, যেটা আমাকে এখনকার সময়ের সাথে মিলাতে পারে। তাই ফ্রেন্ডদের নিয়ে আশা ফিওনাতে।"

ফিওনার স্বত্বাধিকারী জিএম কামরুল হাসান জানালেন, "শুরু করার পর থেকেই ইয়ুথদের পছন্দের জায়গাগুলো নিয়ে কাজের পরিকল্পনা আমাদের। আমরা এবার শীত উপলক্ষ্যে বেশ বড় প্রস্তুতি এনেছি, ঢাকার তরুণরা যেমন কিনছেন অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে বাইরের তরুণরাও কিনছেন। তরুণীদের জন্যেও ফ্যাশনেবল হুডি আনছি আমরা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ