মৃত্যুক্ষুধা
কিছুদূর হেঁটে হেঁটে ক্লান্ত পথিক
কাঙ্ক্ষিত স্বপ্নে অনাকাঙ্ক্ষিত ঝড়,
অতিরিক্ত রক্তপ্রবাহে ঘর্মাক্ত শরীর,
মৃত্যুক্ষুধা প্রকট হয় জীবন দুয়ারে।
অপ্রাপ্তি বঞ্চনার মাঝে নিঃসঙ্গ মন,
হতাশা জমাট বেঁধে ভাঙে পাজর,
করুণা অঙ্কিত গল্পের যবনিকায়,
অতপর
একটি সুইসাইড! ডোমের ব্যস্ততা।
অনন্যা/এসএএস