কবিতার প্রহর
নিঃস্তব্ধ ভরা পূর্ণিমার রাত
জ্যোৎস্নার রোশনাই বাধ ভেঙে পড়ে।
ঝিঁঝিরাও ঘুমিয়ে পড়েছে সুনসান চারিপাশ
কবিতার খাতা ডানা মেলে অস্তিত্ব জানান দেয়।
আলোকিত প্রহরে দারাজ ভরাট কণ্ঠে
আউরে যায় কবিতার ছেঁড়া পাণ্ডুলিপি
আনমনে অযাচিত বাসনারা আবাস গড়ে
কবিতা পড়ার প্রহর অযত্নে বিলীন হয়ে যায়।
জোনাকির আলো দূরের দিগন্তে
জ্বলে টিম টিম করে
বেজায় ম্লান সে আলো জ্যোস্নার কাছে
পরিপূর্ণতায় ভরে উঠে কবিতা পড়ার প্রহর।