পদ্মা পাড়ের সুখ
পদ্মা পাড়ের পদ্মগুলো
করছে টল মল
খুব সহজে হব পাড়ি এবার
অথৈ গাঙের জল।
শুনব না আর কান্না কারও
হবেনা আহাজারি
বিষাদের-ই বিলাপে আর
পদ্মা হবে না ভারী
বছর বছর প্রাণ হারাবে না আর
পুরুষ কিংবা নারী।
অভিশাপ থেকে মুক্ত হলো
পদ্মা পাড়ের প্রাণ
আমরা কি ভাই রাখতে পারব ?
এ বিশাল অবদানের মান।