আজ মুক্তি পাচ্ছে সৌমিত্রের একমাত্র সিরিজ ‘নেক্সট’
আজ ১২ মে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’এ মুক্তি পাবে বরেণ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত একমাত্র ওয়েব সিরিজ 'নেক্সট'। সিরিয়াল, সিনেমা, টেলিফিল্ম, নাটক, যাত্রা অভিনয়ের কোনও মাধ্যমই অধরা ছিল না এই গুণী ব্যক্তিত্বের। অবশেষে সদ্য প্রচলিত ওয়েব সিরিজেও অভিনয় করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে সিরিজের মুক্তির ক্ষণে আমাদের মাঝে তিনি নেই।
সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, সমদর্শী দত্ত, মধুমিতা সরকার, বাদশা মৈত্র, চন্দন সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমন বন্দ্যোপাধ্যায়-সহ টলিউডের তাবড় তাবড় অভিনেতারা। থ্রিলারধর্মী এই সিরিজের পরিচালক সন্দীপ সরকার, গল্প মধুমিতা সরকারের। শুধু পরিচালনা নয়, সিরিজের সঙ্গীত পরিচালকও সন্দীপ নিজেই, প্লে-ব্যাক করেছেন ঊষা উথথুপ।
প্রয়াত প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এটাই প্রথম এবং শেষ ওয়েব সিরিজ। তাই এই সিরিজের মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানাবেন এই কাজের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরা।
ইতিমধ্যেই নেক্সটের ট্রেলার মানুষের নজর কেড়েছে৷ সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর ওয়েব সিরিজের অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা৷