Skip to content

১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের রোজনামচা

কিছু কষ্ট জমা থাক, কাউকে বলতে নেই,
কিছু দুঃখ বিষাদে ভরে অন্যে শুনে যেই,
কিছু বেদনা মনে হলে নিজের লজ্জা হয়,
কিছু যাতনা পুড়ে মারে, কিন্তু নিজের নয়।

কিছু ঘটনা স্বাক্ষী থাকে জীবন চলার পথে,
কিছু রটনা কলঙ্ক ছড়ায় শান্তি সুন্দর রথে,
কিছু ভুল নিজের হয়, নিয়ে আসে পরাজয়,
কিছু ফুল বিষ হয় তাতে শুধুই জীবন ক্ষয়।

কিছু সুখে বাঁধে অসুখ, তবু মেনে নিতে হয়,
কিছু হাসি কষ্ট চাপে সেটা তো আসল নয়,
কিছু জল চোখে ঝরে, বিষ ঢালে অন্তরে,
কিছু শ্বাস দীর্ঘশ্বাস হয়, দাগ কাটে অন্দরে।

কিছু জীবন নয় জীবন, বেঁচে থাকাই মেকি,
কিছু সময় বুঝিয়ে দেয় আমরা কাঠের ঢেঁকি,
কিছু বন্ধু মানুষ নয়, আপন স্বার্থে অটুট রয়,
কিছু শত্রু মানুষ হয়, হিসাবটা জয়-পরাজয়।

কিছু ভুল ধ্বংস করে, অন্যেরা পুতুল নাচায়,
কিছু শুদ্ধ বাদ পড়ে জীবনের রোজনামচায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ