বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস
আজ কোথায় শিশুর স্বপ্ন
দরিদ্রের কাঠ গড়ায় দাঁড়িয়ে
তার ছেলেবেলা কেনই বা চূর্ণবিচূর্ণ?
দেখো, শিশুশ্রম হয়েছে শিশুর স্বপ্ন
মুনাফার দুর্গন্ধে স্বার্থবাজ লুটছে কত!
দরিদ্র তুমি আজও বোবা কান্নাতে স্তব্ধ,
তোমার পেটের যন্ত্রণায় দেখো,
কত শিশুশ্রম
ছেলেবেলার শিশুশ্রমে তারা কেনই বা দগ্ধ?
সভ্যতা, তুমি হওনি এখনো সুস্থ,
শিক্ষার নিরক্ষরতার অন্ধকারে ওদের বানিয়েছে রেখেছ
দরিদ্রের গলাটিপে মুনাফার স্বার্থে শিশুশ্রম।
কত আইন-কানুন,
তৈরি হয়েছে ইতিহাসে পাতায় পাতায়
তবু সচেতন হয়েছে কি সভ্য সমাজ?
আমরা আইন-কানুন তৈরি করেছি গো,
বিশ্বের নানান প্রান্তে, দেখো সেই ইতিহাস।
ছোট্ট শিশুরা কেনই তারা শিশুশ্রমে যুক্ত?
উত্তরের ভবিষ্যৎ মুনাফার স্বার্থে লিপ্ত।
গর্জে উঠো মানবধর্মের প্রতিবাদ,
শ্রম নয়, শিশুই আগামীর পথ দেখানোর খাঁটি ইতিহাস!
বিশ্বের নানান প্রান্তে আজ গড়ে উঠুক জন সচেতনতার প্রতিবাদ,
ঐক্যের মানববন্ধনে তবেই মিলবে সমাধান!