মা’কে যেদিন স্বপ্নে দেখি
মা’কে যেদিন স্বপ্নে দেখি সেদিন কিছু লিখি
বুঝতে পারি, মা রয়েছে আমার পাশে ঠিকই।
আজও মা’কে স্বপ্নে দেখে হঠাৎ জেগে উঠি
মায়ের জন্য প্রাণটা আমার খাচ্ছে লুটোপুটি।
আজ দেখেছি মা দাঁড়িয়ে ঝিঙেমাচার কাছে
মা’কে দেখে ফিঙে পাখি লেজ দুলিয়ে নাচে।
খোকা বলে, মধুর গলায় মা আমাকে ডাকে
দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি আমার প্রিয় মা’কে।
মা আমাকে কাছে টেনে বুকের মাঝে নিয়ে
আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে
বলল আমায়, মেঘলাদিনে উদোম কেন খোকা?
আগের মতো এখনও তুই রয়েই গেলি বোকা!
শুকিয়ে তোর এ কী দশা! বুকের পাঁজর ভেসে
একটু ছুটেই হাঁপিয়ে গেলি মায়ের কাছে এসে!
কতদিন হয় জাদু আমার খায়নি মায়ের হাতে
ছেলেবেলায় এতিম হলে বাবাও নেই সাথে!
খোকারে তোর কষ্ট দেখে মায়ের ভালো লাগে?
মলিন মুখে দেখলে তোকে মনের ব্যথা জাগে!
মায়ের এমন কথা শুনে, বলি আমি হেসে
মা আমাকে আগের মতোই যাচ্ছ ভালোবেসে।
মা বললো, পারুল বনে জারুল গাছের নিচে
সেথায় আমি ঘুমিয়ে থাকি একটুও নয় মিছে।
সন্ধ্যা হলে জোনাকিরা দেয় জ্বালিয়ে আলো
আমার জন্য দোয়া করিস থাকব আমি ভালো।
এখন গিয়ে একটু ঘুমো দরজা ঘরের এঁটে
এই বলে মা, ধীরে ধীরে যাচ্ছে দেখি হেঁটে
পিছন ফিরে চেয়ে বলে, ভালো থেক বা’জান
ঠিক তখনই জেগে উঠি শুনে ভোরের আজান।
অনন্যা/এসএএস