মশা শাহরিয়ার শাহাদাত প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৩:০৮ পিএম দুষ্ট প্রাণী ছোট্ট মশা রক্তচোষার দল, সুযোগ বুঝে রক্ত খেয়ে পায় শক্তি বল। কি নিদারুণ রাতদিন ভংয়কর এই মশা, পাশ ফিরিয়ে চাইলেই দেখি হাতে পা'য়ে বসা ! কিল দিয়েছি মারতে মশা কিল খেয়েছি নিজে, কয়েলও যায় না মশা রেখে দিলাম ফ্রিজে ! Share