Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জল থইথই

জল থইথই পুকুর নদী নালা
জলের চোটে বেড়ে গেছে কষ্ট বুকের জ্বালা!

জল উঠেছে পথে ঘাটে উঠোন ঘরের মাঝে
খাদ্য বিহীন উপোস সবে সকাল দুপুর সাঁঝে।

মড়ার উপর খরারই ঘা খাঁ-খাঁ করে সবই
ক্ষেতকে এখন হয়রে মনে উতল সাগর ছবি।

ডুবু ডুবু গরুর ঘরে থাকছে সাপ আর বিচ্ছু
মাছ ছুটে যায় দিঘির থেকে বোঝার আগে কিচ্ছু।

রাস্তাজুড়ে নৌকা চলে কাজের মানুষ বন্দি
খুব সহসা জলের সাথে নিলাম মেনে সন্ধি।

বসে থাকার জায়গা তো নেই গলা সমান জলটা
প্রভু তোমার কেমন বিচার বুঝি নারে ছলটা!

মাথায় যে হাত পোলট্রি চাষির মুরগি গেলো অক্কা
হে দয়াবান এবার তুমি করো মোদের রক্ষা।

দুধের শিশু কাঁদতে থাকে আর পারি না সইতে
আর পারি না দুখ নামক ব্যথার বোঝা বইতে !

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ