৭ই মার্চের ভাষণ তুমি
সাতই মার্চের ভাষণ তুমি একটি বজ্রধ্বনি
কোটি মানুষ বুকে তুমি তুলো প্রতিধ্বনি
সাতই মার্চের ভাষণ তুমি স্বাধীনতার মন্ত্র
রুখে দিলে খান সেনাদের সকল ষড়যন্ত্র।
সাতই মার্চের ভাষণ তুমি অসীম সাহস বুকের
জবাব দিতে অস্ত্র তুলি সকল অত্যাচারের
সাতই মার্চের ভাষণ তুমি তুলো রক্তে এক ঝড়
দেশ মাতাকে মুক্ত করতে বাঙ্গালী হয় অনড়।
সাতই মার্চের ভাষণ তুমি ভীষণ রকম কম্পন
এই কম্পনে কেপে উঠে খান সেনাদের আসন
সাতই মার্চের ভাষণ তুমি সনদ স্বাধীন দেশের
ইতিহাসের পাতায় পাতায় মুক্ত বাংলাদেশের।