অশান্তি
অশান্তিকে রুখতে পারবে না যখন কোনােমতে তুমি!
না নিবারক কোনো রাস্তাও জানা আছে?
সে জলন্ত অগ্নিকুণ্ড! ক্ষুধাঝলকিত আগুন
উজ্জ্বল!জ্বলে-জ্বলে পুড়ে-পুড়ে দাহ্য!
অবশেষে ছাই!…
অতঃপর আগুনও নিরুপায়!
ছাই দিয়ে
নিজের অবয়ব তৈরির অবকাশটুকুও অবশেষ থাকে না আর।
তারচে ‘আবশ্যক নিজেকে আবিষ্কার-মাঠ রচনায়’
আগুন-আটকান বলয়ও,
যাতে করে নিজেকে মোটের ওপর বাঁচানো যায়, অশেষ!
তুমি যতটাই এগোবে
ততটাই পুড়বে!