শরৎ আমার
শরৎ আমার প্রিয় ঋতু
সাদার শামিয়ানা,
সাদা কাশের হাসিতে মন
আনন্দে আটখানা।
শরৎ আমার ইলিক ঝিলিক
সাদা মেঘের নাও,
শরৎ এলে ফুলে ফুলে
সাজে শহর-গাঁও।
শরৎ আমার শাপলা, বেলি
জুঁই, মালতি ফুল,
রৌদ্র-মেঘের খেলাতে হই
খুশিতে মশগুল।
শরৎ আমার পানকৌড়ি
মাছরাঙা, বক পাখি,
ভালোবেসে সবাই তাকে
ঋতুর রাণী ডাকি।
অনন্যা/এসএএস