Skip to content

১৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎ আমার

শরৎ আমার প্রিয় ঋতু
সাদার শামিয়ানা,
সাদা কাশের হাসিতে মন
আনন্দে আটখানা।

শরৎ আমার ইলিক ঝিলিক
সাদা মেঘের নাও,
শরৎ এলে ফুলে ফুলে
সাজে শহর-গাঁও।

শরৎ আমার শাপলা, বেলি
জুঁই, মালতি ফুল,
রৌদ্র-মেঘের খেলাতে হই
খুশিতে মশগুল।

শরৎ আমার পানকৌড়ি
মাছরাঙা, বক পাখি,
ভালোবেসে সবাই তাকে
ঋতুর রাণী ডাকি।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ