বর্ম
একদিকে গোষ্ঠীবদ্ধ সন্ত্রাস
অন্যদিকে ব্যক্তি মানুষের সত্তা
শব্দদানব যেভাবে ধেয়ে আসে
কেড়ে নেয় শোক-সন্তাপ।
ক্ষমতা গুঁড়িয়ে দিয়ে চলে যায়
কতো নির্বাক, নিরীহ, হাড়গোড়
রাতজাগা কবিতা তবু অনিশ্চিত
কবির এক এবং একমাত্র নিরাপত্তা।
রাজীব চৌধুরী প্রকাশ:
একদিকে গোষ্ঠীবদ্ধ সন্ত্রাস
অন্যদিকে ব্যক্তি মানুষের সত্তা
শব্দদানব যেভাবে ধেয়ে আসে
কেড়ে নেয় শোক-সন্তাপ।
ক্ষমতা গুঁড়িয়ে দিয়ে চলে যায়
কতো নির্বাক, নিরীহ, হাড়গোড়
রাতজাগা কবিতা তবু অনিশ্চিত
কবির এক এবং একমাত্র নিরাপত্তা।