Skip to content

৫ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের ধারাক্রম

শুকনো পাতা ঝরে ফের সবুজ পাতা হাসে
জীবনের ধারাক্রম এভাবেই আসে।
ধারাক্রমে দুখ আসে, আসে সুখ-হাসি
জীবনের বাগে ফুল, ফোটে রাশি রাশি।

কখনোবা আসে ঝড় জীবনের ধারাক্রমে
দিনশেষে হাসে ফের সূর্যটা পুরোদমে।
শূন্যতা আছে যত পূর্ণতায় ঘুচে যায়
জীবনের ধারাক্রম থাকে স্ব-মহিমায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ