Skip to content

মোশাররফ, মমর নতুন চমক ‘অন্ধকারের গান’

মোশাররফ, মমর নতুন চমক ‘অন্ধকারের গান’

বাংলা ওটিটির জনপ্রিয় দুই নাম মোশাররফ করিম ও ভিকি জাহেদ। নতুন বছরের শুরুতেই তাঁরা নিয়ে এলেন এক ভিন্ন স্বাদের ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। আজই এটা মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।

একটি সিনেমা-সিরিজ কেন্দ্রিক ফেসবুক গ্রুপে ফিল্মটির পোস্টার শেয়ার করে এক ভক্ত উত্তেজনা প্রকাশ করে লিখেছেন, ‘খেলা হবে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘ওসি হারুন–খ্যাত মোশাররফ করিম আর রেডরাম নির্মাতা ভিকি জাহেদ এক হলে তো কথাই নেই।’

মোশাররফ ও মমের জুটি 
‘অন্ধকারের গান’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং জাকিয়া বারী মম। এর আগে তাঁরা ‘মহানগর’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছিলেন। দীর্ঘ বিরতির পর এবার ভিকি জাহেদের পরিচালনায় আবারও একত্র হয়েছেন তাঁরা।

গল্পের আভাস প্রায় তিন মিনিটের ট্রেলারে উঠে এসেছে সিনেমার গল্পের টুকরো চিত্র। গ্রামের পরিবারকে পেছনে ফেলে শহরে কাজ করতে আসে মুকুল (মোশাররফ করিম)। প্রতি মাসে সে বাড়িতে টাকা পাঠালেও একসময় তা বন্ধ হয়ে যায়। শহরে প্রেমে পড়ে সে জীবনের জটিল টানাপোড়েনে জড়িয়ে পড়ে। দ্বিতীয় বিয়ে এবং অপরাধ জগতের নানা দিক নিয়েও ধীরে ধীরে তার জীবনে সংকট তৈরি হয়।

পরিচালক ভিকি জাহেদ গল্পে অপরাধ ও পাপের সঙ্গে প্রকৃতির একটি গভীর সম্পর্ক ফুটিয়ে তুলেছেন। এই ভিন্নধর্মী গল্প নিয়ে ভিকি বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। দর্শকেরও নতুন কিছু দেখার আশা পূরণ হবে।’

মোশাররফ করিমের অভিজ্ঞতা চরিত্র নিয়ে মোশাররফ করিম জানান, ‘ভিকি জাহেদের সঙ্গে এটি আমার প্রথম কাজ। নতুন বছরে দর্শকের জন্য একদম নতুন চরিত্রে হাজির হয়েছি। আশা করছি, গল্প ও চরিত্রটি দর্শকের ভালো লাগবে।’

অভিনয়শিল্পী ও দল ‘অন্ধকারের গান’-এ আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু এবং শাহনাজ সুমি।

থ্রিলার ও রহস্যের মিশেলে তৈরি এই ওয়েব ফিল্ম বাংলা ওটিটির জগতে নতুন মাইলফলক হতে পারে। মোশাররফ করিম ও ভিকি জাহেদের এই সহযোগিতা দর্শকদের কেমন প্রভাবিত করে, সেটাই দেখার অপেক্ষা।