পূর্বাচলে জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য মেলা
পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলাকে ঘিরে জমে উঠেছে কেনাকাটার উৎসব। দেশ-বিদেশের পণ্যসম্ভার নিয়ে সাজানো হয়েছে ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ। দেশীয় পণ্যের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যও নজর কাড়ছে দর্শনার্থীদের।

দেশীয় পণ্যের কদর
মেলায় দেশীয় জামদানি, রাজশাহী সিল্ক, মণিপুরি শাড়ি, নকশিকাঁথা, পাটের সামগ্রী, শতরঞ্জি, ঘর সাজানোর জিনিসপত্র ও ব্যাগ নিয়ে আসা স্টলগুলোতে ভিড় লেগেই আছে। সরকারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিসিকের আওতাভুক্ত এসএমই ফাউন্ডেশনের স্টলে পাওয়া যাচ্ছে শাড়ি, গয়না, খেলনা ও খাদ্যদ্রব্য। এছাড়া জয়িতা ফাউন্ডেশন, কুষ্টিয়া সুইটস, ক্লে ইমেজ, দেশি, ব্যাগ বাজারসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে।
আন্তর্জাতিক প্যাভিলিয়নে বৈচিত্র্য
ভারতীয় প্যাভিলিয়নগুলোতে রয়েছে কাশ্মীরি শাল, থ্রি-পিস, ওয়ান-পিস, ভেলভেটের কুশন কভার ও কারচুপির কাজের পণ্য। জয়পুরী বিছানার চাদর ও জুতার স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তুরস্ক ও ইরানের স্টলগুলো দৃষ্টিনন্দন কার্পেট, আলোকবাতি ও ঐতিহ্যবাহী তৈজসপত্রে ভরপুর। তুরস্কের আলোকবাতি ও ইরানের রঙিন ছাপার অ্যাক্রিলিক পণ্য বেশ জনপ্রিয়তা পেয়েছে।
নারীদের কেনাকাটায় আগ্রহ
মেলায় নারীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। দেশি-বিদেশি গয়না, মেকআপ সামগ্রী, চুলের ক্লিপ, চাবির রিংসহ হাল ফ্যাশনের পণ্যে তারা আগ্রহী। কোরিয়ান ও চীনা পণ্যের স্টলগুলোতেও ভিড় দেখা গেছে। এছাড়া নামী ব্র্যান্ডের সুগন্ধির রেপ্লিকা ও আতরের স্টলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকেই।
শীতপোশাক ও গৃহস্থালির পণ্য
ছেলেদের শীতপোশাকের স্টলগুলোতে পাওয়া যাচ্ছে শার্ট, কোট, ব্লেজার ও স্যুট। মেলায় শিশুদের জন্য খেলনার স্টলও রয়েছে। গৃহস্থালির পণ্যের মধ্যে অ্যালুমিনিয়াম ও স্টিলের বাসনকোসন, ননস্টিক কড়াই, মেলামিন থালা-বাটি ও রান্নার সরঞ্জাম ক্রেতাদের আকর্ষণ করছে। অনেক স্টলে একটি পণ্য কিনলে বিনামূল্যে উপহার দেওয়া হচ্ছে।
খাবারের স্টলে বিশেষ অফার
খাদ্যদ্রব্যের স্টলগুলোতে পাঁপড়, চানাচুর, আচার এবং কোরিয়ান রেডি টু ইট নুডলসের জন্য ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের খাবারের স্টলে রয়েছে বিশেষ মূল্যছাড়।
কিভাবে যাবেন
বাণিজ্য মেলায় দর্শনার্থীদের জন্য বিআরটিসি বিশেষ শাটল বাস চালু করেছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বাসগুলো ছাড়ছে। ভাড়া ৩৫ থেকে ১২০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, এটি ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি মিলনমেলা হয়ে উঠেছে। প্রতি বছরের ন্যায় এই বছরও দেশি ও বিদেশি পণ্যের বৈচিত্র্য এ মেলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।