শাকিবের পর তিন লুকে বুবলি
শাকিব খানের পর 'লিডার- আমিই বাংলাদেশ' সিনেমার শুটিং শুরুর আগেই নেত্রীর বেশে দেখা মিললো ঢালিউডের আলোচিত নায়িকা বুবলীকে। এর আগে গত শুক্রবার সিনেমার ‘ফার্স্ট লুক’ হিসেবে শাকিব খানের লুক প্রকাশ করে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।আর সোমবার আলাদা তিনটি লুকে দেখা গেছে বুবলীকে।
যার মধ্যে শাড়ি পরা বাঙালি লুকের সঙ্গে রয়েছে পাশ্চাত্যের লুকও। আর সিনেমার ‘ফার্স্ট লুক’ হিসেবে শাকিব খানের প্রকাশিত লুকে প্রতিবাদী শাকিব খানকে দেখা গেছে। তার কপালে এবং হাতে কাটা দাগ।
ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে নিজের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা তপু খান। সিনেমাটি প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয় কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং শুরু করা হয়নি। আগামীকাল ২৫ মে মঙ্গলবার উত্তরায় আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি।