সিজেএফবি’র বিশেষ সম্মাননা পাচ্ছেন নাজনীন ও জয়া
সংগীত তারকা বেবী নাজনীন এবং অভিনেত্রী জয়া আহসানকে বিশেষ সম্মাননা দিচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। সংগীতে বিশেষ অবদানের জন্য বেবী নাজনীন এবং চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য জয়া আহসান এই সম্মাননা গ্রহণ করবেন।
আগামী শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের সম্মানিত করতে আয়োজিত হচ্ছে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদকে।
বেবী নাজনীন বলেন, “সম্মাননা প্রাপ্তি সবসময়ই আনন্দের এবং গর্বের। আমাদের শিল্পীদের সম্মানিত করা উচিত, শিল্পের সঠিক মূল্যায়ন হওয়া প্রয়োজন। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য।”
জয়া আহসান বলেন, “যেকোনো সম্মাননা একজন শিল্পীকে অনুপ্রাণিত করে। এই স্বীকৃতি আমাকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে। ধন্যবাদ সিজেএফবিকে।”
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) দেশের সাংস্কৃতিক সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিতভাবে এ ধরনের সম্মাননা দিয়ে আসছে।