বিজয় গাঁথা
ডিসেম্বরের বিজয় গাঁথা
নাড়া দিলো প্রাণে,
লাখো শহীদের স্মরণ করি
গল্প,কবিতা, গানে।
তাজা রক্ত ঢেলে দিয়ে
এনেছে তারা মুক্তি,
মায়ের মুখের ভাষার জন্য
গড়েছে ঐক্য শক্তি।
এক স্লোগানে কাঁপন ধরে
শত্রু বাহিনীর বুকে,
বীরবাঙালির সাহস দেখে
মাথা দেয় ঠেকে।
এমন দেশপ্রেমের নজির
দেখেনি কেউ আগে,
পাকবাহিনী পরাজয় মেনে
লেজ গুটিয়ে ভাগে।
বিজয়ের এই মাসে যেন
শোকের ছায়া বয়,
গাছগাছালি,পাখপাখালি
শহীদের কথা কয়।