Skip to content

হেমন্তের নীরবতা

হেমন্তের নীরবতা

হেমন্তের কুয়াশায় ঢেকে গেছে 
পাকা ধানের সোনারং
প্রীতির বাঁধন ছিড়ে গেছে ঈর্ষায়। 
কাস্তে ধরেছে মরিচা 
ঢেঁকির তালে তালে শোনা যায়
হৃদয় ভাঙ্গা শব্দ
কচি লাউয়ের বোঁটায় ধরেছে পঁচন 
শুভ্র মেঘের ভেলায় ভীতির সাহারা 
শিউলির উষিত বেদন ঝরে পড়ে শিশিরে 
জোছনার পঞ্জরে নেমে আসে কালো আঁধার
মাটি খুঁড়ে ফসল ঘরে তোলে ঢেড়ে ইঁদুর 
উদাস ক্লান্তিতে ঘূর্ণিপাক খায় নিঃস্বনতায়।