মুসলিম নারীর বাজিমাত!
শুধু মুসলিম নারীই নন প্রথম নারী হিসাবে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাদিজা প্যাটেল। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক। খাদিজা মুসলিম এশিয়ান ব্যাকগ্রাউন্ডের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। খাদিজা নির্বাচিত হয়েছেন ৩৫তম চেয়ারম্যান।
দক্ষিণ আফ্রিকায় শীর্ষ স্থানীয় মিডিয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম খাদিজা প্যাটেল। ১৯৫০ সালে নিউইয়র্ক সিটিতে যাত্রা শুরু করে আইপিআই। এর সঙ্গে যুক্ত ছিলেন ৩৪ জন পুরুষ সম্পাদক-প্রকাশক ও একজন নারী সম্পাদক।
অনন্য এই সফলতার বিষয়ে খাদিজা বলেন, সাংবাদিকতায় হয়ত অনেক অর্থ মেলে না। তবে মেলে আনন্দ, সম্মান।