নতুন দিনে
জঞ্জাল ফেলে নব দিনে
ভাসে ধরার বুক,
নতুন সূর্য নব আলো
হৃদয় ভরা সুখ।
থাকবে না হতাশা গ্লানি
রঙিন হবে দিন,
মিটিয়ে যাবে অতীত সব
থাকবেনা যে ঋণ।
নব সু্প্তি আঁখিদ্বয়ে
প্রেরণা দেয় প্রাণে,
ইচ্ছেরা সব ডানা মেলে
জীবনে প্রতি ক্ষণে।
অনন্যা ডেস্ক প্রকাশ:
জঞ্জাল ফেলে নব দিনে
ভাসে ধরার বুক,
নতুন সূর্য নব আলো
হৃদয় ভরা সুখ।
থাকবে না হতাশা গ্লানি
রঙিন হবে দিন,
মিটিয়ে যাবে অতীত সব
থাকবেনা যে ঋণ।
নব সু্প্তি আঁখিদ্বয়ে
প্রেরণা দেয় প্রাণে,
ইচ্ছেরা সব ডানা মেলে
জীবনে প্রতি ক্ষণে।