গরমে অতিষ্ঠ
লোডশেডিংয়ে আসছি ফিরে হারিকেনের যুগে
হাতপাখাও বেজায় দামি গরমে থাকি জেগে।
ঘণ্টার কথা বলে কারেন্ট আসে না সারাদিন
বিদ্যুৎ নিয়ে ভাবতে গেলেই মাথা ঝিমঝিম।
বসে বসে ভাবছি মোরা পুরনো দিনের কথা
ভ্যাপসা গরম পড়লে পড়ে মনে লাগে ব্যথা।
কারেন্ট আসার আগে বুঝি ছিলাম বেশ ভালো?
আজ এনার্জি এলইডি লাগে বেজায় কালো।
অনন্যা/এসএএস