তবে থাকুক শুন্যতা
যদি হাত বাড়ালেই না পাই তোমার হাত
যদি যুগল চোখের না বুঝ অবুঝ ভাষা
যদি না মুছে আমার, চোখের ক্লান্তির রেখা
তোমার স্নিগ্ধ রুমালে, তবে থাকুক শুন্যতা।
যদি চৈত্রের দুপুরে আয়েশি চায়ের কাপে,
উড়ে আবেগের ধোঁয়া, লাগে ভীষণ অস্বস্তি
যদি রুক্ষ শুষ্ক হাত, না করে স্নান তোমার
ভেজা পুকুরের চুলে, তবে থাকুক শুন্যতা।
যদি লাবণ্যতা মুখে, মুছে ফেল রোদ রেখা
কিম্বা হৃদয়ের ভাষা, তোমার নীল রুমালে
যদি পথ খুঁজে খুঁজে, না আসো আমার ঘরে
ঘরে ফেরা পাখি হয়ে, তবে থাকুক শুন্যতা।
তোমার বৃষ্টিতে ভিজে, অসুখে ভোগায় যদি
হৃদয়ের আসে জ্বর-ভোগায় জ্বরে প্রবল
কিম্বা অব্যক্তের কথা, জমে জমে হয় ব্যথা
পোড়ায় পুড়ে হৃদয়, তবে থাকুক শুন্যতা।