ফাগুন এলে

রক্তে রাঙা শিমুল পলাশ
ফাগুন এলে ফোটে
মিষ্টি মধুর গান শোনা যায়
হরেক পাখির ঠোঁটে।
দলে দলে মৌমাছিরা
ফুলের বনে ধায়
হাজার ফুলের সুবাস লাগে
মনের আঙিনায়।
রাখায় বাজায় বাঁশের বাঁশি
উদাস করা সুর
মানব মনের দুঃখগুলো
নিমেষে হয় দূর।
এম হাবীবুল্লাহ প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪১ পিএম
রক্তে রাঙা শিমুল পলাশ
ফাগুন এলে ফোটে
মিষ্টি মধুর গান শোনা যায়
হরেক পাখির ঠোঁটে।
দলে দলে মৌমাছিরা
ফুলের বনে ধায়
হাজার ফুলের সুবাস লাগে
মনের আঙিনায়।
রাখায় বাজায় বাঁশের বাঁশি
উদাস করা সুর
মানব মনের দুঃখগুলো
নিমেষে হয় দূর।