Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভাবনার নোনাকাব্য

ভাবনার জলসিঁড়ি ভেঙে ভেঙে যুবতী আঁধারে
হৃদয় মিনারে উঠে বেদনার জোনাক পোকারা
থই থই দইঘন আলোনিভা অন্ধকারে জ্বলে
ঝিঁঝি পোকার কোরাসে উড়ে চলে সারারাত্রি ধরে।

সরব পেঁচার ডাকে ধুকপুক করে ভবিতব্য
থমথমে নিরবতা গায়ে ছমছমে শিহরণ
দূরে শিকারির চোখ রডসের চোখে জ্বলজ্বলে
নিশব্দ ডানায় উড়ে;শিকারের অপেক্ষায় বসে।

হৃদয় জায়নামাজ ভিজে ব্যর্থ প্রার্থনার জলে
সময়ের টিকটিক শীঙার ফুঁৎকারের মতো
বিধ্বস্ত করে পৃথিবী;তখন ধূসর অন্ধকারে
জেগে উঠে মৃতাত্মারা অসীম বিতৃষ্ণার নেকাবে।

জীবন সুন্দর;ঠিক একটি দুপুরের মতোই
পশ্চাতে যার সকাল অগ্রে থাকে অন্ধকার রাত
মুলত আমরা বাঁচি, শ্বাস নেই ভবিতব্য পৃথিবীতে
বর্তমান ডুবে থাকে ভাবনার নোনাকাব্য জলে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ