Skip to content

শুধু স্টাইলের জন্য নয় সানগ্লাস

শুধু স্টাইলের জন্য নয় সানগ্লাস

সানগ্লাস অনেকেই শুধুমাত্র ফ্যাশনের অংশ হিসেবে পরেন। কিন্তু জানেন কি, এটা শুধু স্টাইল নয়, চোখ ও আশপাশের ত্বককে নানা সমস্যার হাত থেকেও বাঁচায়?

রোদ থেকে চোখের সুরক্ষা

রোদচশমার মূল কাজ হলো চোখকে সূর্যের তীব্র আলো থেকে রক্ষা করা। বাইরে বের হলেই চোখে রোদ লেগে চোখ কুঁচকে যায়, চোখে ব্যথা বা অস্বস্তিও হতে পারে। ভালো মানের রোদচশমা পরলে এসব সমস্যা থেকে মুক্তি মেলে। ফলে রোদেও স্বাভাবিকভাবে তাকানো যায় চারপাশে।

ধুলাবালু ও দূষণ থেকে বাঁচায়

বাতাসে থাকা ধুলাবালু, ধোঁয়া ও ক্ষতিকর কণাগুলো চোখে সরাসরি ঢুকে নানা সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকের আবার ধুলাবালুতে অ্যালার্জিও থাকে। এতে চোখ লাল হয়ে যায়, চুলকায় বা পানি পড়ে। ভালোভাবে চোখ ঢেকে রাখা যায় এমন রোদচশমা এসব ঝুঁকি কমিয়ে দেয়।

পোলারাইজড চশমার বিশেষ সুবিধা

গাড়ির কাচ বা পানিতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে ঝলক লাগতে পারে। এটা হঠাৎ করে দৃষ্টিতে সমস্যা তৈরি করে, বিশেষ করে গাড়ি চালানোর সময়। পোলারাইজড রোদচশমা এই সমস্যার সমাধান করে। এই চশমাগুলো প্রতিফলিত আলো ঠেকিয়ে চোখকে সুরক্ষা দেয়।

চোখের রোগের ঝুঁকি কমায়

সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এর প্রভাবে চোখে ছানি বা টেরিজিয়াম (চোখে অতিরিক্ত মাংস গজানো) হতে পারে। UV প্রটেকশনযুক্ত রোদচশমা এই রশ্মির ক্ষতি থেকে চোখকে রক্ষা করে।

চোখে জীবাণু সংক্রমণ কমে

বাইরে থাকা অবস্থায় অনেকেই না জেনে ময়লা হাত দিয়ে চোখে হাত দেন, এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। রোদচশমা থাকলে চোখে হঠাৎ হাত পড়ার সম্ভাবনা কমে যায়। ফলে চোখ থাকে নিরাপদ।

চোখের চারপাশের ত্বকের যত্ন

অনেকক্ষণ রোদের দিকে তাকিয়ে চোখ কুঁচকাতে থাকলে চোখের চারপাশের ত্বকে বলিরেখা পড়তে পারে। নিয়মিত রোদচশমা ব্যবহার করলে এই ত্বক সুরক্ষিত থাকে এবং অল্প বয়সেই ত্বকে ভাঁজ পড়ার ঝুঁকিও কমে যায়।

সানগ্লাস শুধু ফ্যাশনের জন্য নয়। এটা চোখ ও আশপাশের ত্বকের জন্য দরকারি সুরক্ষা সরঞ্জাম। তাই রোদে বের হলে একটা ভালো মানের, চোখ ভালোভাবে ঢেকে রাখা সানগ্লাস পরাই উচিত।