Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তুমি আমার নব সৃষ্টি কবিতা

সময়ের করুন কাতরতায় ছিড়ে গেছে হৃদয়ের সাঁকো
ঝলসে গেছে বজ্রপাতে প্রগাঢ় প্রেমের বলয়
ভাঙ্গনের যাতাকালে পিষ্ট হওয়া নষ্ট জীবন 
সেখানে কোথায় রাখি তোমায় বলো?

পৌঢ়ত্বের সাহারায় যেখানে প্রেমের পরাগ ঝরে ভোরের শিশিরের মত,সেখানে কোথায় ফুটবে কলি?
শীতের মোহময় ঘন কুয়াশা স্পর্শ করেছি,
শ্রাবণের কান্নায় ভিজেছি,
বসন্তের বিরহী সুরে ভেসেছি 
তপ্ত খরায় ঘর্মাক্ত নোনা পানি স্পর্শ করেছি
পাইনি কারোর স্পর্শের প্রজ্জ্বলন,গভীর মমতা।

সেখানে দেখেছি শুধু হাহাকারের সহস্র বুদবুদ।
আঁধারের সতেজ ঘ্রাণ মুছে খসে পড়তে দেখেছি অজস্র নক্ষত্র,
যেখানে আপন ঘরকেও বড্ড বেগানা মনে হয় সান্ধ্য আঁধারের মত
সেখানে তোমাকে কি বলবো? অপ্রেমিক?
না না তা হয়তো বলবো না।
বলবো, ধ্বংসের ভেতর থেকে বেরিয়ে আসা তুমি আমার নব সৃষ্টি কবিতা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ