Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগুন ঝরা দিন

গ্রীষ্মের এমন আগুন ঝরা উত্তপ্ত দিনে
মধ্যগগনের তপ্ত রবি সুখ নেয় ছিনিয়ে।
বেঁচে থাকা কষ্ট অনেক বেজায় গরমে
ক্লান্তিহীন এ প্রখর রোদে জীবন চরমে।

এমন গরম দেখেনি যে, কেউ কোনদিন
নিদ্রাহীন রাত্রী কাটে চোখে নেই যে নিন।
দরদর ঘাম ঝরেই চলে ঐ তপ্ত তনু বেয়ে
অশান্তিময় জীবনে সুখ নেই খেয়ে দেয়ে।

আকাশটাতে আগুন ঝরে সুখ কোথা পাই?
রাতের আকাশ তারাভরা মেঘের দেখা নাই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ