ইচ্ছে
ফুল বলছে পাখিকে
'চল আজ, চাঁদ দেখতে যাবো'
চাঁদ বলছে নদীকে
'চল একটু, হাওয়া খেয়ে আসি'
হাওয়া বলছে ফুলকে
'আমায়, বুকে জড়িয়ে ধর'
তারা বলছে নারীকে
'আমায় নিয়ে, যা ইচ্ছে আজ কর'
নারী বলছে সমুদ্রকে
'তোর ঢেউকে, চুম্বন…'
ঢেউ বলছে পুরুষকে
'ইচ্ছে ডানা, মেলুক এ মন'
চাঁদের কণা দু 'এক ফোটা
ঝরুক, তবে জলে
আমরা শুনি চুপি চুপি
ফুলপরি আর ঋতুরাজ
কে কী কথা বলে…