ইলিশের নিমন্ত্রণ
গাঁয়ের পাশে পায়রা নদী কলকলানো ঢেউ,
নদীর রূপে মুগ্ধ হয় না নেই যে এমন কেউ।
নদীর পাশে ঝোপেঝাড়ে জোনাইপোকার মেলা,
ভালো লাগে জোনাইপোকার হাসি রাতের বেলা।
নদীর কূলে কেয়া বনে ডাহুক, কোড়া ডাকে,
টুনটুনিও টুনটুন করে ডাকে পাতার ফাঁকে।
নদীর কূলে নৌকা ভাসে দেখি সারি সারি,
নদীর পাড়ে যায় যে দেখা জেলে, মাঝির বাড়ি।
নদীর বুকে ইলিশ ধরে শতো শতো জেলে,
হাসিখুশি মুখটা ওদের খুব বেশি মাছ পেলে।
পায়রা নদীর ইলিশ খেতে লাগে যে খুব মজা,
খাওয়ার পরে মনটা তোমার হবে যে তরতাজা।