Skip to content

২৯শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৪ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯ এর জন্য নির্বাচিত ইতি খাতুন

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইতির ধারেকাছে কেউ ঘেঁষতে পারত না। কিন্তু সেই ইতির যখন মাত্র ১২ বছর বয়স, তখন অভাবী ঘরের বাবা-মা বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তার।

 

ইতি একরকম পালিয়ে চলে আসেন আর্চারির আশ্রয়তলে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিভা অন্বেষণে আবিষ্কৃত হন ইতি। সাধারণ হোটেল-কর্মচারী বাবা ইবাদত আলী তখনও জানেন না তার মেয়ে হয়ে উঠবে দেশের রত্ন, দক্ষিণ এশিয়ার বিস্ময়!

 

এসএ গেমসের আগে জাতীয় প্রতিযোগিতায় ইতি ব্রোঞ্জ জিতেছিলেন। সেখান থেকে এসএ গেমসে গিয়ে জেতেন হ্যাটট্রিক সোনা। ইতির স্বপ্নটা এখন আরো দূরে, অলিম্পিকে। আমাদের লালসবুজের পতাকা আরো উঁচুতে তুলে ধরুক, ইতি তার জীবনের অপার সম্ভাবনাকে শতফুলে ফুটিয়ে তুলুক।

 

'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।