Skip to content

২০শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৭ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকৃতির কথোপকথন

বাগানের গাছ নাকি অতশীর সাথে কথা বলে! 

এমনটাই বিশ্বাস আমার দশ বছরের কন্যার।তার মা’র হাতে আমাদের বাড়ির পেছনের বাগানটার সৃষ্টি। স্বভাবতই ফুল মেয়েদের মোহিত করলেও ব্যাতিক্রম অতশীর মা। বিয়ের আগে দেখা করতে গেলে ফুলের বদলে গাছ নিয়ে যেতে হতো। 

ফুলের বদলে গাছ নাকি বেশি দিন স্মরণ করাবে আমার কথা।

তার অভিমত,ফুল তার মায়ের কাছেই উত্তম।অথচ ক্যান্সার অতশীর মা’কে কেড়ে নিল তার মেয়ের কাছ থেকে। 

অতশীর কথা ছেলেমানুষী শোনালেও পূর্ণিমার রাতে যখন বাগানের দোলনায় বসে থাকি,মনে হয় গাছগুলো আমায় তাদের সুখ-দুঃখের কথা বলছে! 

প্রকৃতির কি আজব লীলা-খেলা! 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ