Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সেই ভাষণ



শাসনের নামে শোষণ করে ধূর্ত পাকিস্তানি,
বঙ্গ লোকের সাথে ওরা করে হাজার ফানি।
হাজার কোটি অর্থ কড়ি করে তারা পাচার,
স্বপ্ন দ্যাখে তারা সতত সুখে আপনি বাঁচার।

পুব বাংলার মানুষগুলো ওদের কির্তি দেখে,
লড়াই করে বেঁচে থাকার স্বপ্ন তাঁরা শেখে।
যখন বলে উর্দু হবে পাকিস্তানের ভাষা,
সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে শিক্ষিত চাষা।

বঙ্গবন্ধু মিটিং ডাকে রেসকোর্স ময়দানে,
বজ্রকণ্ঠে বলেন তিনি যুদ্ধে হঠাও শয়তানে।
লাঠি শাবল খুন্তি কোদাল আছে যার যা কিছু,
তৈরী থাকো করতে স্বাধীন বাংলাদেশ আগ পিছু।

সূত্র ধরে সেই ভাষণের মার্চ হতে ডিসেম্বরে,
দেশ মাটি মা করতে স্বাধীন যুদ্ধ করি ঘরে ঘরে।
ন’মাস সবাই যুদ্ধ করে ভেঙে পাক অধীনতা,
ধরায় স্বাধীন রাষ্ট্র পাই পাই মহান স্বাধীনতা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ