মা আমার দুই বাংলা
আশিক মাশুক এক হয়ে যাক রক্তের পারাপারে
ওপারে আমার ছিন্ন হৃদয়
এপারে সত্তা এসে ভেড়ে
যাব কোথায়, যাব কীভাবে
মায়ের হাত ধরে এসেছি
মায়ের ভস্ম নদীতে মিশে,বেদনায় বুক চিরে
এপারে এখন স্মৃতির পাহাড়
ওপারে মায়ের জন্মভূমি
পারাপারে, জীবন ক্ষয়ে যায়, কেউ কী বুঝতে পারে ?
একটা কেউয়ের জন্য তবু
মিলায় যদি হৃদয় কভু
মায়ের আঁচলের মতো বিস্তৃত , পাতা থাক কবিতা
দিনের শেষে আলো জ্বেলে
স্বপ্নে তখন বাঁচবো বলে
আকাশ তোমায় মানবো জেনো,মায়ের মতো ছাতা
মাথার ওপর থেকো মাগো
মাথার ওপর চন্দ্র সূর্য জেগো
একটি মায়ের দুটি ছেলে,এপার ওপার দুই বাংলা