Skip to content

মস্কোর ফ্যাশন দুনিয়া জমে উঠেছে

বিশ্বের ফ্যাশন রাজধানী বলতে সাধারণত প্যারিস, লন্ডন, নিউইয়র্ক ও মিলানের নামই আগে আসে। এই চারটি শহর দীর্ঘদিন ধরেই ফ্যাশন জগতে রাজত্ব করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে নতুন একটি নাম ধীরে ধীরে আলোচনায় আসছে ‘মস্কো’।

২০২৪ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে ‘মস্কো ফ্যাশন উইক’। এই আয়োজন রাশিয়াকে বিশ্ব ফ্যাশনের নতুন কেন্দ্রে পরিণত করছে। চলতি বছর এই আয়োজন শুরু হয়েছে ১৩ মার্চ এবং চলবে ১৮ মার্চ পর্যন্ত। ঐতিহ্যবাহী মানেজ সেন্ট্রাল এক্সিবিশন হলে আয়োজিত এই ফ্যাশন শোতে দেশি-বিদেশি নামকরা ডিজাইনাররা তাদের নতুন সংগ্রহ তুলে ধরছেন।

এবারের মস্কো ফ্যাশন উইকে রাশিয়ার ডিজাইনারদের পাশাপাশি অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নামকরা ব্র্যান্ড ও ফ্যাশন বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়া, স্পেন, ভারত, আর্মেনিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, ইথিওপিয়া, তুরস্ক ও তাজিকিস্তানের ডিজাইনাররা তাদের নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন। রাশিয়ার কালচারাল ফাউন্ডেশন অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডেভেলপমেন্ট (ফ্যাশন ফান্ড) এই আয়োজনের মূল আয়োজক।

উদ্বোধনী দিন – ১৩ মার্চ আটটি ব্র্যান্ড তাদের সংগ্রহ প্রদর্শন করে। এর মধ্যে ছয়টি রাশিয়ান ব্র্যান্ড ছাড়াও অংশ নেয় আর্মেনিয়ার ‘লুম উইভিং’ এবং দক্ষিণ আফ্রিকার ‘মুসাউইনকেসি’।

১৪ মার্চ – ছয়টি ফ্যাশন কিউতে ছয়জন ডিজাইনার তাদের পোশাক প্রদর্শন করেন। এর মধ্যে রাশিয়ার জোটেনি, কিসিলিঙ্কো, এরমিলভ ও পিরসেভ ব্র্যান্ডের পাশাপাশি চীন ও ইন্দোনেশিয়ার ডিজাইনাররাও অংশ নেন।

তৃতীয় দিন – চারটি রাশিয়ান ব্র্যান্ডের সঙ্গে স্পেন ও ইথিওপিয়ার দুটি ব্র্যান্ড তাদের কালেকশন তুলে ধরে।

এবারের মস্কো ফ্যাশন উইকে মূলত শীতকালীন পোশাককে গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজাইনারদের সংগ্রহে দেখা গেছে মিডি ড্রেস, স্লিট গাউন, ওভারকোট, জ্যাকেট, টি-শার্ট, ব্যাগি ট্রাউজার, জর্গাস ইত্যাদি।

বিশ্ব ফ্যাশনে তরুণদের মধ্যে ড্রপ শোল্ডার ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিষয়টি মস্কোর এই ফ্যাশন শোতেও স্পষ্টভাবে চোখে পড়েছে। অনেক ডিজাইনারই তাদের নকশায় পরিবেশবান্ধব বার্তা দিয়েছেন। এটি ভবিষ্যতের ফ্যাশন ট্রেন্ডের দিকনির্দেশনা দিচ্ছে।

শুধু পোশাক প্রদর্শনই নয়, এই আয়োজনে ছিল ফ্যাশন বাজার। এখানে প্রায় ৬৩টি ব্র্যান্ড তাদের পোশাক, ব্যাগ, জুতা ও গয়নার সংগ্রহ প্রদর্শন করেছে। এখানে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ফ্যাশন ভাবনার পরিচয় পাওয়া যায়।

আয়োজকরা জানিয়েছেন, মস্কোর ফ্যাশন ফান্ড দেশি-বিদেশি ফ্যাশন সংস্কৃতিকে একসঙ্গে উদযাপন করতেই এই আয়োজন চালিয়ে যেতে চায়।

মস্কো ফ্যাশন উইক প্রমাণ করছে, ফ্যাশন শুধু প্যারিস, লন্ডন বা নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়। ক্রমেই নতুন নতুন শহর ফ্যাশনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। আর মস্কো তার মধ্যে অন্যতম। আগামী দিনে বিশ্ব ফ্যাশনের নতুন নতুন ধারা তৈরি করতে মস্কো আরও বড় পরিসরে এই আয়োজন করবে বলে প্রত্যাশা করা যায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ