Skip to content

এবারের ঈদে ব্লাউজে যে নকশা চলছে

এক সময় শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরার চল ছিল। তবে এখন সেই ধারা বদলে গেছে। এখন অনেকেই ব্লাউজের নকশা অনুযায়ী শাড়ি বেছে নেন। কারণ ব্লাউজের ডিজাইনই শাড়ির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। এবারের ঈদে ব্লাউজের কাট ও নকশায় এসেছে নানা বৈচিত্র্য।

ঈদে সবাই চাইছেন একটু ভিন্ন লুক। কেউ পছন্দ করছেন ঝলমলে ডিজাইন, আবার কেউ যাচ্ছেন সিম্পল কিন্তু নান্দনিক নকশার দিকে। ডিজাইনাররা দু’ধরনের ব্লাউজেই দিচ্ছেন সৃজনশীলতার ছোঁয়া।

রাজধানীর নিউমার্কেট, গুলশানের পিংক সিটি শপিং মলসহ বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা গেছে সুতি, সিল্ক, অরগাঞ্জা, জর্জেট ও নেট কাপড়ের ব্লাউজের চাহিদা বেশি। বিশেষ করে গুজরাটি নকশার ব্লাউজ ও পাতলা মখমলের ব্লাউজ বেশ জনপ্রিয়।

যে ডিজাইন চলছে

গলার নকশা – বোট নেক, ভি নেক, পানপাতা নেক, হাইনেক ও র‍্যাফল নেকের ব্লাউজ বেশি নজর কাড়ছে। স্বচ্ছ গলার ব্লাউজে কাপড়ের ফুল বা মুক্তার কাজও বেশ জনপ্রিয়।

হাতার কাট – কোল্ড শোল্ডার, ড্রপ শোল্ডার, বেলুন হাতা, র‍্যাফল হাতা এবং আমব্রেলা ছাঁটের হাতা বেশ চলছে। হাতার নিচে ঝুলছে পুঁতি বা মুক্তা যা ব্লাউজে যোগ করছে ভিন্নমাত্রা।

পেছনের ডিজাইন – লেস, পুঁতি, বো-টাই, ফিতা এবং জিপারের ব্যবহারও দেখা যাচ্ছে। ব্লাউজের পেছনে টার্সেল বা মেটালের সংযোজনও ট্রেন্ডে আছে।

এবারের ঈদে সাদা, হলুদ, সবুজ, বেগুনি ও বাদামি রঙের ব্লাউজ বেশি চোখে পড়ছে। অনেকে শাড়ির সঙ্গে মিলিয়ে নয়। বরং বিপরীত রঙের ব্লাউজ বেছে নিচ্ছেন। এতে ব্লাউজ ও শাড়ি উভয়ই আলাদা করে নজর কাড়ে।

ব্লাউজ যতই সুন্দর হোক ফিটিংস ঠিক না থাকলে পুরো সাজটাই মাটি হয়ে যাবে। তাই ব্লাউজ কেনার সময় কিংবা বানানোর আগে ফিটিং ঠিক আছে কিনা তা ভালোভাবে দেখে নেওয়া জরুরি। কারণ স্বাচ্ছন্দ্যবোধ আর আত্মবিশ্বাসই আপনার লুককে করে তুলবে অনন্য।

এবারের ঈদে ব্লাউজ শুধু শাড়ির সঙ্গী নয় বরং ফ্যাশনের মূল আকর্ষণ। তাই নিজের পছন্দ ও স্টাইল অনুযায়ী ব্লাউজ বেছে নিন আর আত্মবিশ্বাসের সঙ্গে উপভোগ করুন ঈদের আনন্দ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ