হেমন্তকাল আসে যখন
খুব সকালে হিমেল হাওয়া লাগলে গায়ে
শিশিরকণা সুড়সুড়ি দেয় আদুল গায়ে।
মাঠে মাঠে সোনালী ধান মুচকি হাসে
আলতো পায়ে হেমন্তকাল চলে আসে।
কাস্তে হাতে ধান কাটাতে পড়ে সাড়া
মন-খুশিতে মাড়াই করে কৃষক যারা।
নতুন চালে বানায় পিঠা মা-বোন মিলে
নবান্ন উৎসবের আমেজ লাগে দিলে।