সন্ধিক্ষণে

নীরব আছি বলে জলের তরঙ্গ ডানা মেলেনি তা তো নয়
এখনো নিভৃতে তোমার মধ্যে বাসা বেঁধে আছে আস্তানা
কাঁটার বাসরে, সম্পর্ক ছেদ হয় আর কী করে
প্রতিটি প্রত্যাখানে ছড়িয়ে রাখে ভালবাসার বীজ দানা
আমাদের পথগুলো এভাবে জড়িয়ে প্যাচিয়ে শিকড়ে শিকড়ে
গলেপচে মরে, খুঁটে খুঁটে খায়, নাবালক পোকামাকড়ে
গুটে কুড়োনোর গন্ধ, বাক্যবাণ ভালোমন্দ, পাঁচ আঙুলের ছাপ
ভাবতে পারো শিল্পকর্ম, কথায় বোঝে কথার মর্ম, নতুবা পাগল প্রলাপ।