পিঠা উৎসব ও ‘অনন্যা পিঠা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
মাঘের অন্তিম বেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘অনন্যা পিঠা প্রতিযোগিতা’। কালের বিবর্তনে ক্রমশ হারিয়ে যাওয়া পিঠা শিল্পটিকে সবার মাঝে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে এগিয়ে এসেছেন রন্ধন শিল্পের এক অনন্য নারী ‘লবি রহমান’ এবং পৃষ্ঠপোষকতা করেছে ‘পাক্ষিক অনন্যা’ ম্যাগাজিন।
অনুষ্ঠানে অন্য এক মাত্রা লাভ করে আন্তর্জাতিক শেফ টনি খানের নান্দনিক পদচারণায়। তার উপস্থিতি প্রাণ সঞ্চার করে প্রতিযোগীদের মধ্যে। হাড্ডা হাড্ডি লড়াই চলে প্রতিযোগীদের মধ্যে।
‘অনন্যা পিঠা প্রতিযোগিতা’য় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টনি খান, লবি রহমান ও পোলিন ডি রোজারিও। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ফাউন্ডেশনের অভিজ্ঞ বিচারকমণ্ডলীর ফলাফল ছিল রাজশাহী বাসীদের জন্য আনন্দ ও আবেগের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জুয়েলী বিশ্বাস, প্রফেসর, সংস্কৃত বিভাগ, রা.বি.; সাবরীনা শারমিন বনি সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ইসলামিয়া কলেজ, রাজশাহী; প্রফেসর ড. সামসুল আলম, সিপি.(ক্লাব ট্রেইনার) রোটারী ক্লাব অব পদ্মা, রাজশাহী।
আরও উপস্থিত ছিলেন জনাব মো. গোলাম আজম, প্রধান শিক্ষক, হাউজিং এস্টেস বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ সাইদুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক, হাউজিং এস্টেস বালিকা উচ্চ বিদ্যালয়, কালিনারী এক্সপার্ট মুশারৎ জাহান রুমি, রোটারিয়ান অনু চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার নাজমা রহমান প্রমুখ।
বিচারকমণ্ডলীর নিরেপেক্ষ ও সূক্ষ রায় প্রদানের মাধ্যমে ইয়েস কার্ড পান ছয়জন প্রতিযোগী। ইয়েস কার্ডপ্রাপ্ত এই ছয়জনকে নিয়ে আগামী ১৭ তারিখে ঢাকা রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।