Skip to content

নারী ও শিশুর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন: সমাজকল্যাণ উপদেষ্টা

নারী ও শিশুর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।  

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রমবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শারমীন এস মুরশিদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার ব্যক্তিদের উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সহিংসতা রোধে ভূমিকা রাখছে।  

তিনি আরও বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধ এখনও কাঙ্ক্ষিত মাত্রায় হ্রাস পায়নি। পরিবার, কর্মক্ষেত্র, অনলাইনসহ বিভিন্ন স্থানে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। প্রচলিত সামাজিক রীতি ও বৈষম্যমূলক আচরণের কারণে নারীরা দীর্ঘদিন ধরে সহিংসতার মুখোমুখি হচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে সহিংসতার প্রকৃতি ও ধরন পরিবর্তিত হচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন।  

শারমীন এস মুরশিদ জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ১৪টি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচে কাজ করছে। এ মন্ত্রণালয়ের আওতায় রয়েছে ১৪টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেল, জাতীয় হেল্পলাইন সেন্টার (১০৯), ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি। এসব উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করা হচ্ছে।  

কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। কুইক রেসপন্স টিমের কার্যক্রম নিয়ে আলোচনা করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।  

কর্মশালায় চিকিৎসক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, পেশাজীবী, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও মিডিয়া প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।