Skip to content

মাদকের টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন করার অভিযোগ

মাদকের টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন করার অভিযোগ

বরগুনার আমতলীতে মাদকের টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী পলি বেগমের ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সাইদুর রহমান মৃধার বিরুদ্ধে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে সাইদুর রহমান মৃধা সরকারি হাসপাতালে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় নেশায় জড়িয়ে পড়েন। ২০২০ সালে চাকরি থেকে তিনি অবসরে যান। তিনি দীর্ঘদিন ধরেই মাদক সেবক করতেন। মাদক সেবনের টাকা না পেলেই স্ত্রী পলি বেগমের ওপর নির্যাতন চালাতেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনের ভাষ্য মতে, শুক্রবার বিকেলে পলির কাছে মাদকদ্রব্য কেনার জন্য টাকা দাবি করেন তিনি। কিন্তু স্ত্রী টাকা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে গুরুতর জখম করেন সাইদুর। এতে পলির ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে পাশের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে থেকে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

অভিযুক্ত সাইদুর রহমানের চাচাতো ভাই কলাপাড়া উপজেলার ধানখালী মহিলা মাদরাসার শিক্ষক মো. জসিম মৃধা বলেন, সাইদুর গত ২০ বছর ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না পেলে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন চালাতো।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মিলি বেগম শনিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী সাইদুর রহমানকে আটক করতে পুলিশ কাজ করছে।