সিন্ডিকেটের বিশাল পেট
মন খুলে আর কেমনে হাসি
ঠোঁট গুলো তো নড়ে না
মিষ্টি কথায় মন ভরে ঠিক
পেট তো কারো ভরে না।
ব্যয় বাড়ছে গুণে গুণে
আয়ের চলা উল্টো দিক
হাটবাজারে গেলে কারও
থাকে না আর মাথা ঠিক।
চাল কিনলে তেল কিনা দায়
মাছ মাংস থাক দূরে
আধা বাজার হতেই যেনো
মাথা খানা বেশ ঘুরে।
দুর্দিনেও ঝাপিয়ে পড়ে
অসৎ লোভী সিন্ডিকেট
দেশ সুদ্ধ গিলতে পারে
সিন্ডিকেটের বিশাল পেট!