Skip to content

২৪শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তোমার চিঠি

বহুদিন পর আজ তোমার চিঠি পেলাম
হলুদ কাগজের মোড়ানো খামে,
তাজা রক্ত দিয়ে চিঠি খানা লিখেছো
ভেবোনা ভুলে গেছি সময়ের পরিক্রমে।

নরম হাতের স্পর্শে লিখেছো তুমি
আজও ভালোবাসি কিনা তোমায়,
আমার উড়ো চিঠি পড়ে নিও তুমি
প্রেমের স্বরলিপিতে তুমি উপমা।

হয়তো কতদিন দেখা হয়না দু’জনার
ঋতু পরিবর্তন হয়, শরৎ ফিরে আসে,
আমার স্পষ্ট মনে পড়ে সেই স্মৃতি গুলো
আজও তোমার হাসিমাখা মুখ চোখে ভাসে।

সময়ের পরিক্রমা তুমি আজ বহুদূর
জানি না এখন আগের মতো আছো কিনা,
টলমল চোখে শেষ বিদায়ের দুপুর
তবুও মনে বাজে তোমার সুরের বীণা।

যেখানেই থাকো ভালো থেকো তুমি
নিজের মতো করে জীবন সাজিয়ে নিও
ইতি তোমার ভালোবাসার অপরাধী আমি
সুখে থেকো তুমি, দুঃখ গুলো আমায় দিও।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ